শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আল বুরজ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ﴾
১) কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের
﴿وَالْيَوْمِ الْمَوْعُودِ﴾
২) এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে
﴿وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴾
৩) আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায়৷
﴿قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ﴾
৪) মারা পড়েছে গর্তওয়ালারা যে গর্তে দাউ দাউ করে জ্বলা জ্বালানীর আগুন ছিল ,
﴿النَّارِ ذَاتِ الْوَقُودِ﴾
৫) যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল
﴿إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ﴾
৬) এবং ঈমানদারদের সাথে
﴿وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ﴾
৭) তারা সবকিছু করছিল তা দেখছিল৷
﴿وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ﴾
৮) ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এ ছাড়া আর কোন কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল
﴿الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ﴾
৯) যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত , যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী ৷ আর সে আল্লাহ সবকিছু দেখছেন৷
﴿إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ﴾
১০) যারা মু’মিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে , তারপর তা থেকে তওবা করেনি , নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা - পোড়ার শাস্তি৷
﴿إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ﴾
১১) যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য৷
﴿إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ﴾
১২) আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত৷
﴿إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ﴾
১৩) তিনিই প্রথমবার সৃষ্টি করেন আবার তিনিই দ্বিতীয় বার সৃষ্টি করবেন৷
﴿وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ﴾
১৪) তিনি ক্ষমাশীল , প্রেমময় ,
﴿ذُو الْعَرْشِ الْمَجِيدُ﴾
১৫) আরশের মালিক , শ্রেষ্ঠ সম্মানিত
﴿فَعَّالٌ لِّمَا يُرِيدُ﴾
১৬) এবং তিনি যা চান তাই করেন৷
﴿هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ﴾
১৭) তোমার কাছে কি পৌঁছেছে সেনাদলের খবর ?
﴿فِرْعَوْنَ وَثَمُودَ﴾
১৮) ফেরাউন ও সামূদের সেনাদলের ?
﴿بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ﴾
১৯) কিন্তু যারা কুফরী করেছে , তারা মিথ্যা আরোপ করার কাজে লেগে রয়েছে৷
﴿وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ﴾
২০) অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন৷
﴿بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ﴾
২১) ( তোমার মিথ্যা আরোপ করায় এ কুরআনের কিছু আসে যায় না৷)
﴿فِي لَوْحٍ مَّحْفُوظٍ﴾
২২) বরং এ কুরআন উন্নত মর্যাদা সম্পন্ন , সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন