শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আল যিলযাল

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
১) যখন পৃথিবীকে প্রবলবেগে ঝাঁকুনি দেয়া হবে৷
﴿وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
২) পৃথিবী তার ভেতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে৷
﴿وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
৩) আর মানুষ বলবে , এর কী হয়েছে ?
﴿يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
৪) সেদিন সে তার নিজের ( ওপর যা কিছু ঘটেছে সেই ) সব অবস্থা বর্ণনা করবে ৷
﴿بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا﴾
৫) কারণ তোমার রব তাকে ( এমটি করার) হুকুম দিয়ে থাকবেন৷
﴿يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
৬) সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে ,   যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায় ৷
﴿فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
৭) তারপর যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখে নেবে
﴿وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
৮) এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখে নেবে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন