বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

আত তাকাসুর

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
১) বেশী বেশী এবং একে অপরের থেকে বেশী দুনিয়ার স্বার্থ লাভ করার মোহ তোমাদের গাফলতির মধ্যে ফেলে দিয়েছে৷
﴿حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ﴾
২) এমনকি ( এই চিন্তায় আচ্ছন্ন হয়ে ) তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও৷
﴿كَلَّا سَوْفَ تَعْلَمُونَ﴾
৩) কখখনো না , শীঘ্রই তোমরা জানতে পারবে ৷
﴿ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ﴾
৪) আবার ( শুনে নাও ) কখখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে৷
﴿كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ﴾
৫) কখখনো না , যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে ( এই আচরণের পরিণাম ) জানতে ( তাহলে তোমরা এ ধরনের কাজ করতে না৷ ) ৷
﴿لَتَرَوُنَّ الْجَحِيمَ﴾
৬) তোমরা জাহান্নাম দেখবেই ৷
﴿ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ﴾
৭) আবার ( শুনে নাও) তোমরা একেবারে স্থির নিশ্চিতভাবে তা দেখবেই ৷
﴿ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ﴾
৮) তারপর অবশ্যই সেদিন তোমাদের এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন