বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

আল ফীল

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
১) তুমি কি দেখনি  তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
২) তিনি কি তাদের কৌশল  ব্যর্থ করে দেননি ?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
৩) আর তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান ,
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
৪) যারা তাদের ওপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর৷
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
৫) তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভূষির মতো৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন