বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

আমি হয়তো আর মানুষ নই -নিমু মাহবুব


আমি হয়তো আর মানুষ নই 
হুম! আমি হয়তো আর মানুষ নই
আমার কাছে সত্য আর মিথ্যার ফারাক কই
হুম! আমি হয়তো আর মানুষ নই   ।

জালিমের জুলুম দেখে আমি চুপ রই
হুম! আমি হয়তো আর মানুষ নই।
 
নরকের কীটরা পৃথিবী ঘোরায় ছন্দ লই
হুম! আমি হয়তো আর মানুষ নই।

অন্ধকারের সিঁড়ি খুঁজি ফেলে রেখে আলোর মই
হুম! আমি হয়তো আর মানুষ নই।
 
বিবেকের বিচার বিসর্জনে আনন্দিত হই
হুম! আমি হয়তো আর মানুষ নই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন