সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

মুনাজাত- নিমু মাহবুব


দাও ওখাদা দাও আমায় বারেক
দৃঢ় মনোবল,
তোমার উপর রাখি যেন
ঈমান অবিচল।

চলি যেন অনুক্ষণে
মেনে আল কোরআন,
সদা যেন পুষি মনে
হাদিসের ফরমান।

জীবন তরী চলে যেন
সিরাত মুস্তাকিমে,
হৃদয় যেন পূর্ণ থাকে
আল্লাহ নবীর প্রেমে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন