রবিবার, ২৪ জুন, ২০১২

রাগে রাগ কাটে



   


রাগ কি জিনিস তা আমারা সবাই মোটমুটি জানি।বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে রাগ বলতে বুঝানো হয়েছে “ক্রোধ সঞ্চারের ফলে মনে মনে অতিশয় ক্ষুদ্ধ হওয়া”। Oxford Dictionary- বলা হয়েছে “strong feeling of annoyance and hostility.” সে যা-ই হোক, একটা উদাহরণ দিলে রাগ আরো পরিষ্কার হবে বোধকরি। ধরুন সেজেগুজে অফিসে যাচ্ছেন। হাঁটতেছেন রাস্তার পাশ ঘেঁষে। হঠাৎ রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির ময়লা পানির উপর দিয়ে একটা প্রাইভেট কার শাঁ করে চলে গেল। আর ময়লা পানিতে ভরে গেল আপনার আইরন করা শার্ট-প্যান্ট। আপনার মেজাজটা এখন প্রাইভেট কারের উপর কেমন, ঠান্ডা না গরম? জ্ঞানিরা বলেন ইহা এক প্রকার রাগ।রাগের এসব আভিধানিক-পারিভাষিক কাসুন্দি না ঘেঁটে একটা বাস্তবিক রাগের দৃশ্যে যাওয়া যাক।সেদিন সন্ধ্যায় বিকেলের সোনাঝরা-হলদেমাখা রোদ্দুরের পাকৃতিক শোভা উপভোগ করে ফিরছি।কমলাপুর ওভারব্রিজ দিয়ে আসছি।ওভারব্রিজ তো নয় যেন মানুষের মিছিল। মনে হচ্ছে ঢাকা শহরের সব মানুষ কমলাপুরের এই ওভারব্রিজ দিয়ে পার হচ্ছে।ব্রিজ দিয়ে নিচে নামার সময় দেখি নিচে একটা কিসের যেন জটলা। স্থির পানির উপর ঢিল পড়লে ঢেউ যেভাবে চতুার্দিকে ছড়িয়ে যায় নিচে নামতে দেখি জটলা ঠিক সেভাবে বৃদ্ধি পাচ্ছে।হুজুগে বাঙ্গলিী বলে আমাদের একটা সুনাম(?) আছে না!জটলার শিরোমণি ৩০-৩৫ বৎসরের এক যুবক রাগে গজগজ করছেন ও এক রিক্সাওয়ালাকে বেদম চড়-থাপ্পড় মারছেন। সাথে তার মুখের শ্লীল-অশ্লীল অমৃতে(!) উপস্থিত জনতা ধন্য হচ্ছেন।আর তার বউ যথাসম্ভব তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।যুবক চিৎকার দিয়ে বলছেন, কি! এতবড় সাহস ওর, খিলগাঁও রেলগেট পর্যন্ত আমার কাছে বিশ টাকা ভাড়া চায়মুরব্বী গোছের একভদ্রলোক রিক্সাওয়ালার হয়ে বললেন, আপনি তো দামাদামি করতে পারতেন, বলতে পারতেন দশ বা পনের টাকায় যাবে কিনা।তা না করে আপনি তাকে মারলেন কেন? তার একটাই কথা সে আমার কাছে বিশ টাকা চাইবে কেন?কয়েকজন তাকে বুঝাতে চাচ্ছেন যে বিশ টাকা ভাড়া চাওয়া দোষের কিছু নয়। একজন বললেন আপনি কি তাকে বিশ টাকা দিয়ে দিয়েছেন? যুবকের ওই একই কথা। অনেকের মত আমারাও মজা দেখছিলাম কোথাকার জল কোথা গিয়ে থামে। ইতিমধ্যে রিক্সাওয়ালার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক রিক্সাওয়ালা চিৎকার দিয়ে উঠল, “ধর শালারে”।সাথে সাথে যুদ্ধের মোড় পাল্টে গেল। দশ-বারো জন রিক্সাওয়ালা যুবককে ঘিরে ফেলল।কয়েকজন তাকে ঝাপটে ধরল।সন্ধ্যার আলো-আঁধারিতে দেখলাম যে পারল হাতের সদব্যবহার করতে ছাড়লেনা। লোকটির রাগ একদম ঠান্ডা। আর সে নিজে কিংকর্তব্যবিমূঢ়। লোকজনের কেহ পুলকিত হলেন, কেহ কিঞ্চিত ব্যথিত হলেন আর কেহ যুবকটির জন্য আপসোস করলেন, আহা! বেচারা বউয়ের সামনে…………। লোকটি কৌশলে বউকে নিয়ে কেটে পড়লেন। আর আমি মনে করার চেষ্টা করলাম কোথায় যেন পড়েছি,  If single Bengali is coward, if united they are cruel.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন