শুক্রবার, ১৫ জুন, ২০১২

প্রধানমন্ত্রীর কাছে নোয়াখাইল্যার নালিশ

মাননীয় হরধান মন্ত্রী,
সেলাম লইয়েন। আশা করি ভালা আছেন। তই নালিশ অইলো আন্নে ক্ষমতাত্ আইছেন হাড়ে তিন বচর অই যাইতেছে। ম্যালা উন্নয়ন করিহালাইছেন। আমরাও ম্যালা খুশি। আমনের অনেক উন্নয়নের লগে আমরা নোয়াখাইল্লারা একমত না অইলেও এতদিন আমরা নালিশ করিনো। কিন্তু অন আর ধৈর্য্য রা্কতাম হারিনো বলি দুঃক্কিত। বর্মার রোহিঙ্গাগোরে লই আন্নের হররাষ্ট্রমন্ত্রী যে অবস্তান জানাইছে তা আমরা কোনভাবেই মাইন্তাম হাইত্তেছিনা। আমরা নোয়াখাইল্লারা এমনিতিই একটু দিল দরিয়ার মানষ। তারহরে রোহিঙ্গাগোরে হেইদেশি বৌদ্ধরা যেইভাবে নির্যাতন করি ঘর-বাড়ি ছাড়া কইচ্ছে তাতে দুঃক্কে আঙ্গো কইলজাদি ছেল ডুকি গেছে, বুক হাডি লহু বাইর অইতেছে। তাই আন্নের কাছে অনুরুদ করি দয়া করি রোহিঙ্গাগোরে আঙ্গোদেশে কিছুদিনের জন্য অইলেও আশ্রয় দেনের ব্যবস্তা করেন। ভুলি যাইয়েননা একাইত্তোর সালে আঙ্গো বাপ-দাদারা বারতে গিয়া আশ্রয় লইছে। তাই আবার কইতেছি রোহিঙ্গাগো দিকে এক্কানা মানবিক নজরে তাকাই চান। আল্লা আন্নের বালা কইরবো।


আর এক্কান কতা। মাইজদির ইকরাইম্মারে কিছু নসিহত দিয়েন। নইলে সামনের নির্বাচনে হিগার খবর আছে। হেই লগে আন্নেরও।

আর লক্ষুরার তারইয়া (তাহের) আবার বাড়াবাড়ি শুরু কইচ্চে। হিগারেও এক্কানা হুঁশিয়ার করি দিয়েন। নইলে আমরা নোয়খাইল্লারা কিন্তু আমনের লগে নাই কই দিলাম। হরে কিন্তু হস্তাইবেন।
আইজ এই হইর্যন্ত।

ইতি নোয়াখাইল্লাবাসি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন