সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

এক টোকাইয়ের আত্ন কাহিনী


নিমু মাহবুব
এতবড় পৃখিবীতে মাথা গোজার নাইরে ঠাঁই

আমি ছাড়া পৃথিবীতে আপন আমার কেহ নাই
বাবা আমার অকালেতে রোগে শোকে মারা যায়,
মা চলে যায় পরের ঘরে আমায় করে অসহায়
দুঃখ সাথি করে আমি আসেছি এই ভুবনে,
এতটুকু সুখ পেলামনা হতভাগা জীবনে
পৃথিবীতে বেঁচে থাকা হলো আমার বড় দায়,
মায়াভরা দুনিয়াতে আমি শুধু অসহায়
আমিও তো মানুষ হয়ে এসছি এই দুনিয়ায়,
তবে কেন আমার জীবন নিভিতে চায় অবেলায়?
বিধি আমি তোমার কাছে করেছি কি অপরাধ?
দিলে না' জীবনে এতটুকু সুখের স্বাদ
যার কাছে যাই সে গালি দেয় পথের টোকাই বলে,
পণ করেছি ওপারেতে যাব এবার চলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন