এসবি ব্লগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এসবি ব্লগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

এসবি ব্লগের মডু

আমি যদি হতে পারতাম
এসবি ব্লগের মডু,
ব্লগার আপলোড করতে পারতো
ইচ্ছেমত পডু।

নীতিমালা নামে কোন-
কিছুই রাখতামনা,
নীতিমালা ভঙ্গ করার
রঙ্গ থাকতো না।

ব্লগারেরা ইচ্ছেমত
করতে পারতো পোস্ট,
পোস্ট তাতে দিতে পারতো
মানব এবং ঘোস্ট।

কিন্তু মনে দুঃখ ভীষণ
আমি নইতো মডু,
তাইতো আমি একলা চিবাই
কাঁচা লম্বা কদু।