বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

শুনরে বিশিষ্ট, শুনরে সুশীল শুনরে বুদ্ধিজীবি, চেতনার ফেরি করে আর কত বিজয় খুঁজবি?

বিজয় মানে কি

রং মেখে অঙ্গে পতাকার আসন?

বিজয় মানে কি

দিনব্যাপী বাজানো মুজিবের ভাষণ?

বিজয় মানে কি

রাজপথের রক্তে মাখানো লাশ?

বিজয় মানে কি

রাজনৈতিকদের মানুষের সাথে করা পরিহাস?

বিজয় মানে কি

আলোচনা সভা, রাজপথের মিছিল?

বিজয় মানে কি

ধর্মকে গালি দিয়ে সাজতে যাওয়া সুশীল?

বিজয় মানে কি

বিশিষ্টজনদের দেয়া সংবর্ধণা?

বিজয় মানে কি

মিডিয়াতে বসে করা ব্যাক্তি বন্দনা?

বিজয় মানে কি

রাস্তার মোড়ে বিরানি রেঁধে খাওয়া?

বিজয় মানে কি

দলবেঁধে হিন্দি সিনেমা দেখতে যাওয়া?

বিজয় মানে কি

টিএসসিতে কনসার্টের আয়োজন?

বিজয় মানে কি

পার্কে বসে মদ-গাঞ্জা সেবন?

বিজয় মানে কি

শহীদ মিনারে দেয়া শ্রদ্ধাঞ্জলী

বিজয় মানে কি

চেতনার নামে বিদ্যালয়ে গোলাগুলি?

শুনরে বিশিষ্ট, শুনরে সুশীল

শুনরে বুদ্ধিজীবি,

চেতনার ফেরি করে

আর কত বিজয় খুঁজবি?

বিজয় দেখিস এসে

মোদের পল্লি গাঁয়ের বুকে,

বিজয় দেখিস এসে

মোদের কৃষকের হাসি মুখে।

বিজয় দেখিস এসে

মোদের দিনমজুরের ঘরে,

বিজয় দেখিস এসে

সহজ-সরল মানুষের অন্তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন