মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

সোনার পরি - নিমু মাহবুব



আসবে কবে সোনার পরি
আমার জীবন জুড়ে্
সুখে-দুঃখে থাকবে সাথে
সকাল সন্ধ্যা দুপুরে।
আমি যখন অফিসেতে
কাজে দিব মন,
আমার কথা ভেবে ভেবে
পাগল হবে মন।
বাইরে থেকে যেদিন আমার
ফিরতে হবে দেরি,
অভিমানে অশ্রু ঝরবে
তার দু’চোখেরি।
আমি রোজই দেথবো স্বপ্ন
তাহার স্বপ্ন নিয়ে,
সে যেন ভাই স্বপ্ন দেখে
আমার দু’চোখ দিয়ে।
সে পরিটি কোথায় থাকে
কোন আমাজন বনে,
চিনবো তারে কেমন করে
লক্ষ কোটি জনে,
কবে তাহার পাবো দেখা
কোন সে মধুর ক্ষণে।
সেও কিগো খুঁজে বেড়ায়
আমায় মনে মনে।
তার তরে ভাই
দিন গুনে যাই
সকাল এবং সাঝেঁ
আসবে কবে
বধু সেজে
আমার মনো মাঝে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন