বুধবার, ১৯ জুন, ২০১৩

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

ভাল্লাগেনা- নিমু মাহবুব



ভাল্লাগেনা মানুষরূপি
দু’পেয়ে শয়তান,
ভাল্লাগেনা বদলোকেদের
ভালো সাজার ভান।

ভাল্লাগেনা তাদের
যারা সত্যিকে পায় ভয়,
ভাল্লাগেনা যারা যাচে
মিথ্যার বিজয়। 

ভাল্লাগেনা ভালোবাসার
জড় অনুভূতি,
ভাল্লাগেনা বেদরকারী
অসৎ ভীমরতি।

ভাল্লাগেনা মুখের মধু
অন্তরে যা বিষ,
ভাল্লাগেনা মুনাফেকি,
বাস্তবে খবিস।

ভাল্লাগেনা ভার্সিটির ওই
অন্ধকার আলো,
আলো যারা ছড়িয়ে দিবে
তারাই যে ভাই কালো।

ভাল্লাগেনা শিক্ষা নামের
নাস্তিকতার দিক্ষা,
শিক্ষা দিতে না শিখিলে
শিখাইস নারে ভিক্ষা।



মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

ভাল্লাগেনা আর ব্যাংকে চাকরি-- নিমু মাহবুব




ভাল্লাগেনা আর ব্যাংকে চাকরি
নয়টা থেকে আটটা,
সারাদিনের ব্যস্ততাতে
হাঁফিয়ে উঠে জানটা
সবাই ভাবে ব্যাংকারেরা
অনেক অনেক সুখি,
কিন্তুরে ভাই পৃথিবীতে
তারাই আসল দুঃখি
শত চেষ্ঠায় যায়না পাওয়া
ক্লায়েন্টের মন,
তারা ভাবে ধরার মাঝে
ওরাই মহাজন
একটুখানি বুঝার ভুলে
বসের কাছে নালিশ,
ক্লায়েন্ট হ্যাজ নো  রঙ
এটাই বসের সালিশ
ব্যাংক জবে অধৈর্য্যটা
যায় যদি বেড়ে,
বিদায় তারে জানাবো
দক্ষিণ হস্ত নেড়ে।

সোনার পরি - নিমু মাহবুব



আসবে কবে সোনার পরি
আমার জীবন জুড়ে্
সুখে-দুঃখে থাকবে সাথে
সকাল সন্ধ্যা দুপুরে।
আমি যখন অফিসেতে
কাজে দিব মন,
আমার কথা ভেবে ভেবে
পাগল হবে মন।
বাইরে থেকে যেদিন আমার
ফিরতে হবে দেরি,
অভিমানে অশ্রু ঝরবে
তার দু’চোখেরি।
আমি রোজই দেথবো স্বপ্ন
তাহার স্বপ্ন নিয়ে,
সে যেন ভাই স্বপ্ন দেখে
আমার দু’চোখ দিয়ে।
সে পরিটি কোথায় থাকে
কোন আমাজন বনে,
চিনবো তারে কেমন করে
লক্ষ কোটি জনে,
কবে তাহার পাবো দেখা
কোন সে মধুর ক্ষণে।
সেও কিগো খুঁজে বেড়ায়
আমায় মনে মনে।
তার তরে ভাই
দিন গুনে যাই
সকাল এবং সাঝেঁ
আসবে কবে
বধু সেজে
আমার মনো মাঝে