রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

মাননীয় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি। এসএমএস চাইনা, একটু শান্তি চাই।- নিমু মাহবুব

মাননীয় প্রধানমন্ত্রী,
সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমাদের আর ভালো থাকা...। পরসংবাদ হলো.........
জি! মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেই বলছি। বিজয় দিবসে আপনার শুভেচ্ছা ও অভিনন্দন পেলাম। খুশি হলাম। দেশ ও জনগণের কল্যাণে অব্যাহত সহযোগিতা কামনা করেছেন। ভালকথা। আমরা ম্যাঙগো পিপল ( আম জনতা) আপনার এসএমএস পেলাম। এটা আপনার বদান্যতা। আমরাও আপ্লুত। দয়া করে আরও কিছু বদান্যতামূলক কাজ করুন। যাতে আমরা আম জনতা একটু শান্তিতে থাকতে পারি। আপনি দেশ ও জনগণের কল্যাণে সহযোগিতা যেহেতু চাইলেনই, তাই আপনাকে কয়েকটি পরামর্শ দিতে চাই।


১. দয়া করে আপনার আশপাশ থেকে বাম  পন্থিদের বিতাড়িত করুন। ৭৫রে এরা আপনার পিতার সর্বনাশ করেছিল। আপনারও সর্বনাশ করার জন্য এরা সর্বোতভাবে কাজ কারে যাচ্ছে।

২. ছাত্রলীগ নামক ভয়াবহ হিংস্র দানব সদৃশ জঙ্গি সংঘঠনকে নিষিদ্ধ করুন।

৩. তত্তাবদায়ক সরকার ব্যবস্থা পুঃন প্রবর্তণ করুন।

৪. বিরোধীদলকে তাদের শান্তিপূর্ন কমীসূচি পালন করতে দিন।

৫. যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন বন্ধ করুন। পারলে ১৯৫ প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করুন।

৬. দেশ থেকে ইসলাম নির্মূল থেকে বিরত থাকুন।

৭. বামপন্থীদের পরামর্শ শুনবেননা। এদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই।

৮. দয়াকরে দেশটাকে আপনার পৈতৃক সম্পত্তি মনে করবেননা।

৯. আমাদেরকে কোন মিথ্যা আশায় আশান্বিত করবেননা।

১০. সর্বশেষে বলি, ভারতের দালালী থেকে নিজেকে, জনগণকে, দেশকে ও দেশের সার্বভৌমত্বকে রক্ষা করুন।

ইতি
আপনার শাসনে শাসিত একজন ম্যাংগো পিপল।


(বি:দ্র: অনেকেই প্রধানমন্ত্রীর একটি এসএমএস পেয়ে থাকবেন। আমিও পেয়েছি। এসএমএস টি হুবহু এরকম.... MAHAN BIJOY DIBOSE Amar Shuveccha O Ovinondon. Desh O Jonogoner KollaneApnader Obyahoto Sohojogita Kamona Korchi. Joy Bangla! Joj Bongobondhu! .Sheikh Hasina)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন