শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

একটা সবুজ আকাশ ছিল - নিমু মাহবুব

একটা সবুজ আকাশ ছিল
ছিল নীল তারাদের মেলা,
কেউবা ছোটয় কেউবা বড়োয়
করতো নানান খেলা।

আকাশ পানে তারারা সব
 উঠতো জ্বলে থেমে,
হৃদয় তাদের গাঁথা ছিল
ভালোবাসায়, প্রেমে।

তারার সব মিলেমিশে
গাইতো ঐকতান,
কিংবা কারো মনো মাঝে
বিন্দু অভিমান।

দিনগুলি সব হলদেমাখা
সোনাঝরা বিকেল,
সব তারাদের মনের মিলন
যেন রাজপুরির এক হেঁসেল।

কিন্তু হঠাৎ আকাশ পানে
কালো মেঘের দূত,
নিত্য যাহা সঠিক ছিল
আজ তাহা অদ্ভুত।

তারার আলো হারিয়ে গেল
কালো মেঘের ছায়ায়,
আকাশটাও নেয়না বুকে
স্নেহ, আদর, মায়ায়।

মরুভূমির মাছের মত
তপ্ত বালি সেচে,
একটা-দুটো তারা যাও
আজো আছে বেঁচে।

কিন্তু তাদের আলোর ছটায়
আকাশ নয়তো আলোকিত,
আকাশের প্রাণ ছিল যারা,
আজকে অনাহুত।

আকাশ থেকে সব তারারা
পড়লো খসে খসে,
কেউবা পরবাসে গেল
কেউবা বনবাসে।

আকাশটা আজ তিমির মাখা
তারারা সব লাশ,
আকাশে তাই দেও-দানব
আর পেত্নিদের উল্লাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন