বেহেস্তিরে
চাইতো আইছে
বিদাশী
এক হোলা
জাগা-জমি ম্যালা আছে,
আছে টিঁয়ার গোলা।
বিদাশেত্তন
সোনা আইনছে
আইনছে
দামি শাড়ি,
টয়োটা
এক গাড়ি কিনবো,
গুলশানেতে
বাড়ি।
মা খুশি বাপ খুশি
খুশি আপনজনে
খুশি নয়গো কুটনিবুড়ি
শতানি
যে মনে।
হাড়াহতিবেশি
খুশি
খুশি ছোড বইনে।
দুলাভাইরে
কুতকুতি
দিবো অনুক্ষণে।
হটাৎ করি গুজব উইটলো
বেহেস্তির
ক'ল হুড়ি
গুজবটা
যে ছড়াই দিছে
হাড়ার
কুটনিবুড়ি।
বরপক্কেরে
চুপি চুপি
বুড়িয়ে
কয়, বাছা
জাননিগো
বেহেস্তির যে
নাকটা
খানিক বোঁচা।
বরপক্ক
এ কতাহুনি
রণে দিছে ভঙ্গ,
তলাই আর দেহেনো যে
এটা বুড়ির রঙ্গ।
বেহেস্তির
বিয়া ভাঙ্গি গেছে
তাই দেয়না কাউরে সঙ্গ
কুটনিবুড়ি
মুক্ত হবে
কবে যে এ বঙ্গ?
বেহেস্তিরে চাইতো আইছে
উত্তরমুছুনবিদাশী এক হোলা
জাগা-জমি ম্যালা আছে,
আছে টিঁয়ার গোলা।
বিদাশেত্তন সোনা আইনছে
আইনছে দামি শাড়ি,
টয়োটা এক গাড়ি কিনবো,
গুলশানেতে বাড়ি।
মা খুশি বাপ খুশি
খুশি আপনজনে
খুশি নয়গো কুটনিবুড়ি
শতানি যে মনে।
হাড়াহতিবেশি খুশি
খুশি ছোড বইনে।
দুলাভাইরে কুতকুতি
দিবো অনুক্ষণে।
হটাৎ করি গুজব উইটলো
বেহেস্তির ক'ল হুড়ি
গুজবটা যে ছড়াই দিছে
হাড়ার কুটনিবুড়ি।
বরপক্কেরে চুপি চুপি
বুড়িয়ে কয়, বাছা
জাননিগো বেহেস্তির যে
নাকটা খানিক বোঁচা।
বরপক্ক এ কতাহুনি
রণে দিছে ভঙ্গ,
তলাই আর দেহেনো যে
এটা বুড়ির রঙ্গ।
বেহেস্তির বিয়া ভাঙ্গি গেছে
তাই দেয়না কাউরে সঙ্গ
কুটনিবুড়ি মুক্ত হবে
কবে যে এ বঙ্গ?
Very nice Poem