মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

চর্মনাইয়ের পীর- নিমু মাহবুব



সত্যের দুয়ারে হানি আঘাত
আমরা আনি তিমির রাত
খেয়ে যাই ধর্মের ক্ষীর
আমরা চর্মনায়ের পীর।

কুরআন হাদিসের ধার ধারি না
"ভেদে মারেফত" না ছাড়ি না
"আশেকে মাশুক" পড়ি অস্থির
আমরা চর্মনায়ের পীর।

আল্লাহ ওয়ালাদের দূরে ঠেলিয়া
নাস্তিকেরে কোলে তুলিয়া
উচ্চে ধরি শির
আমরা চর্মনায়ের পীর।

বেগুন- পেঁয়াজেরে মুরিদ বানাই
বাঘ সাপেরে পোষ মানাই
বাঁশের আগায় বানাই নীড়
আমরা চর্মনায়ের পীর।

ধর্মের নামে ব্যবসা খুলিয়া
মুরিদরে সব কিস্তিতে তুলিয়া
একসাথে জাহান্নামে যাই
আমরা পীরে চর্মনাই।

ওয়াজের মাঠে গল্পো বলিয়া
মানুষেরে ভুলভাল বুঝাইয়া সুজাইয়া
সতের হাজার কোটি মাল কামাই
আমরা পীরে চর্মনাই।