শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

হতাশ নই প্রভু

 যদি মহাকাশের দিগন্তে

না থাকে কোন ছায়াপথ

যদি তারকারাজি হারায়

জোছনার সোজা রথ।

যদি সূর্যের হাসিটা

শেষ হয় হঠাৎ করে

যদি চন্দ্রটা না উঠে

ঠিক প্রহরে।

যদি সব মহাসমুদ্রের 

সব পানি যায় শুকিয়ে

যদি অক্সিজেন বায়ু থেকে

যায় হারিয়ে। 

যদি দিনের আলো শেষে

রাত না নামে

যদি রাতের আঁধারটা

আর না থামে।

যদি মেঘ থেকে আর

বৃষ্টি না ঝরে

যদি সব গাছের পাতা

যায় ঝরে পড়ে।

যদি মরুভূমির বালিয়াড়ি

সব যায় হারিয়ে

যদি পৃথীবির সব মাটি

যায় হাওয়া মিলিয়ে।

যদি আকাশ, মহাকাশ

পৃথীবি, কিছু না থাকে

যদি সব কিছু ধ্বংস হয়

কেয়ামতসম ঘূর্ণিপাকে।

তবু প্রভু তব রহম থেকে

হই না নিরাশ

জানি- মানি তুমি চাইলে

মোরা হবো না বিনাশ।