
অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে অনেক মুরগি সুখে - শান্তিতে বাস করতো। তাদের কোন ভয়- ডর ছিল না। তারা যেখানে খুশি যখন - তখন বেড়াতে পারতো। কেউ তাদের বাধা দিতো না। হঠাৎ একদিন রাজ্যে কতগুলো শিয়াল আসলো। তারা সুযোগ পেলে গোপনে মুরগিদেরকে ধরে নিয়ে খেয়ে ফেলতো। এতে করে রাজ্যে মুরগিদের রাজা একটা নতুন আইন করলেন। আইন অনুযায়ী মুরগিরা যেখানে- সেখানে বেড়াতে যেতে পারবেনা। ফলে মুরগিরা বাইরে ঘোরাফেরা করা বন্ধ করে করে দিল। শিয়ালরা দেখল, তারা আর আগের মত মুরগিদেরকে শিকার করতে পারছেনা। এবার ভিন্ন এক চালাকি শুরু করে দিল। তারা ঘোষণা করে দিল, তারা এখন থেকে আর মুরগিদেরকে ধরে নিয়ে খাবে না। মুরগিরা যেন যখন- তখন যেখানে সেখানে বেড়াতে যায়। কিন্তু আইনের ভয়ে কোন মুরগি বেড়াতে যেতে সাহস করলোনা। তাই শিয়ালদের কৌশলে কাজ হলোনা। এবার তারা নতুন এক ফন্দি বের করলো। তারা বলল, এই রাজ্যে মুরগিদের কোন স্বাধীনতা নেই, মুরগিরা যেখানে খুশি বেড়াতে যেতে পারেনা। তারা সরাসরি মুরগিদের স্বাধীনতা চাইলো। অবুঝ মুরগিরা তাদের কথায় প্রলুব্ধ হলো। ফলে তারা গোপনে বেড়াতে যেতে লাগল। আর শিয়ালরা একা পেলে মুরগিদেরকে ধরে খেতে শুরু করলো। এভাবেই শিয়ালরা মুরগিদের স্বাধীনতার দাবি জানাতে থাকলো। আর এতে করে তাদের মুরগি খাওয়ার কাজ হাসিল হলো।