বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

নজরুল - নিমু মাহবুব


যে দিন তুমি তুলিয়াছ ধরায় মহা বিদ্রোহের ঝাঁপি,
সেদিন থেকে বৃটিশ মসনদ বারে বারে উঠিছে কাঁপি।
নোবেল পাবার লোভে পড়িয়া কেউবা চাটিছে শত্রুর পা,
তুমি আপস করনিকো শত্রুর সাথে পিঠে সহিয়াছ ঘা।
আপনাকে ছাড়া কাউকে তুমি করনিকো কবু কুর্নিশ,
আত্ম সম্মানে বলিয়ান তুমি চির জাগরূক অহর্নিশ।
পরাধীনতার শিকল ছিড়িঁতে তুলিয়াছ রণ ঝঙ্কার,
তব বন্দুকের গর্জন ছাড়িয়া গেল কলমের হুঙ্কার।
সত্যের কবি মানবতার ছবি জালিমের চক্ষুশূল,
সত্যিই তুমি বিদ্রোহী কবি প্রিয় নজরুল।

বুধবার, ২১ মার্চ, ২০১৮

কোটা - নিমু মাহবুব

কোটা কোটা কোটা
কোটার চোটে কেউবা চিকন
কেউ বা দারূণ মোটা।
কোটার চোটে বদনা জোটে
কারো জোটে লোটা।
কোটা নিয়ে চাকরি পেলে
লোকে মারে খোটা।
কোটার জোরে করো চোখে
অশ্রু ফোটা ফোটা