পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আদ দুহা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالضُّحَىٰ
১) উজ্জ্বল দিনের কসম
﴿وَاللَّيْلِ إِذَا سَجَىٰ﴾
২) এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় ৷
﴿مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ﴾
৩) ( হে নবী !) তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি৷
﴿وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ﴾
৪) নিসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো ৷
﴿وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ﴾
৫) আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে , তুমি খুশী হয়ে যাবে৷
﴿أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ﴾
৬) তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি ?তারপর তোমাকে আশ্রয় দেননি ?
﴿وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ﴾
৭) তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান , তারপর তিনিই পথ দেখান৷
﴿وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ﴾
৮) তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান , তারপর তোমাকে ধনী করেন৷
﴿فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ﴾
৯) কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না৷
﴿وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ﴾
১০) প্রার্থীকে তিরস্কার করো না ৷ ১০
﴿وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ﴾
১১) আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো৷ ১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন