শুক্রবার, ২০ মে, ২০১৬

ভ্রষ্টরা সব নষ্ট!



ভ্রষ্টরা সব নষ্ট হয়ে
কষ্ট দিচ্ছে আমাদের,
অষ্ট প্রহর কষ্টে কাটে
কুষ্ঠ যেন হৃদয়ের

খারাপ দৃষ্টিভঙ্গি সৃষ্টি হলে
মিষ্টি লাগে হারামটা,
কৃষ্টি যাদের বিষ্ঠা খাওয়া
ইষ্টি তাদের খারাপটা

রক্ষক আজি ভক্ষক হয়ে
বক্ষে চালায় গুলি,
লক্ষ বুক লখ্য করে  
যজ্ঞহের অঞ্জলি।