রবিবার, ১ জুন, ২০১৪

আমি বীরের ছেলে বীর মিজান বলছি

হে প্রিয় বাংলাদেশ! 
আমি আমার শপথ ভুলিনি
তাইতো আমি আমার গর্ভধারীনি মায়ের কথা ভাবিনি
প্রিয়তম স্ত্রীর কথা ভাবিনি
স্ত্রীর কোলে আমার সন্তানের কথা ভাবিনি
ছোট ছোট মেয়েদের কথা ভাবিনি
আমার নিজের প্রাণের মায়া করিনি
শত্রুর গুলির কথা ভাবিনি।

না!!! আমি শত্রুর অস্ত্রের মুথে পালিয়ে যাইনি
আমার জীবন থাকতে শত্রু আমার জন্মভূমির মাটি
অপবিত্র করতে পারেনি । 
আমি আমার শপথ ভুলিনি।
ভালো থেকো স্বদেশ আমার 
প্রিয় বাংলাদেশ ।