বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

পাখির সাথে কইবো কথা ফিরলে এবার বাড়ি -নিমু মাহবুব


অফিসে আজ আসার পরে 
ভিষণ খুশি মন্টা
যাবো আমি গাঁয়ের বাড়ি
বাজলে ছুটির ঘন্টা।

কাজের ফাঁকে মনোমাঝে
স্বপ্নরা দেয় উঁকি
গাঁয়ের ছেলে ফিরবে গাঁয়ে 
মনটা অচিন সুখি।

বন-বাদাড়ে ঘুরে ঘুরে 
খুঁজবো ঘুঘুর বাসা
পরান ভরে দেখব সেথায় 
পাখির স্বপ্ন আশা।

সুপারি গাছের খোরলেতে 
দোয়েল পাখির ঘর
বাচ্চারা তার কেমন আছে 
উঠছে কিনা ফর।

ঘরের পিছের নাটাই গাছে 
মৌমাছিদের বাসা
মধু যেমন খাঁটিরে ভাই 
তেমনি বাসা খাসা।

মান্দার গাছের মাথার উপর 
বুনছে বাসা বক
বক পাখিদের ঝগড়া দেখা 
আমার বড় শখ।

বাঁশঝাড়ের কঞ্চির ভিতর 
ডাহুক ভাইরা থাকে
সকাল-বিকাল সময় মেপে 
মিষ্টি সুরে ডাকে।

পাখির সাথে কইবো কথা 
ফিরলে এবার বাড়ি
বন্ধুরা সব ভালো থাকিস 
আপাতত আড়ি।