বুধবার, ১৫ আগস্ট, ২০১২

গ্রামের নাম ঝাউডগি


ঝাউডগী গ্রামের মেঠো পথ

সবুজ ঝাইডগী


মসৃণ বাড়ির রাস্তা

সবুজ গ্রাম

গাছের ছায়া পুকুর জলে


শুক্রবার, ১০ আগস্ট, ২০১২

জাতির পিতা আছে, মাতা আছে, কন্যা আছে। জাতির বউ কি কেউ আছে?

একটি প্রশ্ন বহুদিন ধরে মাতার ভিতরে গুতাগুতি করছে। কারো সাথে শেয়ার করতে পারছিনা। কেমন লজ্জা লজ্জা লাগে।
জাতির পিতা আছে, মাতা আছে, কন্যা আছে। জাতির বউ কি কেউ আছে? কারো জানা থাকলে জলদি আওয়াজ দেন। মুই ব্ঙ্গবউ দেখতে চাই। বঙ্গবউ যদি কেউ না থাকে তবে আমরা একজনকে বঙ্গবউ ঘোষণা দিতে পারি। সেক্ষেত্রে কে বঙ্গবউ হতে পারে বলে আপনার ধারণা। কে এ পদের যোগ্য বলে অপনি মনে করেন। তাড়াতাড়ি জানান।