মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

বাংলাকে আজ করবো স্বাধীন বাকশালীদের থেকে

হায়নারা আজ বারে বারে
দিচ্ছে কেবল হানা
হাত-পা তাদের ভাংতে হবে
ভাংতে হবে ডানা।


ওরে ধৈর্য্য কত ধরবো বল
এযে মাটির শরীর
দেয়ালে আজ পিঠ ঠেকেছে
ধরতে হবে মুগির।


বাংলাকে আজ করব স্বাধীন
 বাকশালীদের থেকে
যাকনা তাতে তাজা রক্ত
মোদের বক্ষ থেকে।

হামলা -মামলা নির্যাতন আর
সইবোনা আর সইবোনা
দুঃখের বোঝা ঘাড়ের উপর
বইবনা আর বইবনা।

প্রতিবাদে কাজ হবেনা
এবার প্রতিশোধ
ধরব তোদের টুঁটি চেপে
করব অবরোধ।

এতদিন মার খেয়েছি
এবার তোদের পালা
আমরা নইরে বিড়াল শৃগাল
বুঝবি ওরে শালা।

ওরে ওহুদ মোদের শিক্ষা
আর বদর প্রেরণা
মরলে শহীদ বাঁচলে গাজী
কিসের ভাবনা।

বুক পেতে আজ দিচ্ছি ওরে
কররে গুলি কর
আমরা হব সিরাজদৌলা
তোরা মীরজাফর।

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১১

আওয়ামী লীগ ও বিএনপি কে নিষিদ্ধ করা দরকার!!!!


আওয়ামী লীগ ও বিএনপি কে নিষিদ্ধ করা দরকার!!!!
কারণ ........ .
১. দু দলই ভ্যাম্পায়ারের মত দেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে
২. দু দলই প্রকৃতপক্ষে বাংলাদেশকে ভালোবাসেনা
৩. মুখে বল্লেও বাস্তবে দু দলই গণতন্ত্রে তথা জনগণের মতের উপর বিশ্বাস রাখে না
৪. দু দলই ক্ষমতায় গেলে জনগণকে নির্যাতন করে
৫. দু দলই অপ–রাজনীতি চর্চা করে যা দেশের জন্য শুধু অকল্যানই বয়ে আনতে পারে
৬. স্বৈরশাসকের সাথে দু দলেরই কোন পার্থক্য নেই
৭. দু দলই কোন প্রকার ধর্মীয় বা মানবীয় নীতি-নৈতিকতার ধার ধারে না     
৮. তারা বাংলাদেশের উন্নতি চায় না, চাইলে দেশ এতদিনে সিঙ্গাপুর হতে পারতো
৯. উভয়েই নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি ভুলে য়ায়
১০. এ দু দলকে দিয়ে দেশের কোন আশা ও ভবিষ্যত নেই
১১. দু দলেরই অন্য দলের প্রতি সামান্যতম শ্রদ্ধা নেই
১২. উভয়েই প্রতিপক্ষকে দমনের জন্য পুলিশ ও প্রশাসনকে যথেচ্ছা ব্যবহার করে
১৩. দু দলই নিজেদেরে এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণকে নির্যাতন, কষ্ট ও যন্ত্রণা দিতে দ্বিধা করে না
১৪. তারা উভয় দলই রাষ্টের টাকা-কড়ি ,অর্থ-সম্পদ লুট করেছে এবং এখনো করছে, রাষ্টের অর্থ – সম্পদকে তারা নিজেদের বলে মনে করে
১৫. দু দলই বিদেশীদের দ্বারা নিয়োন্ত্রিত হয়
১৬.  দু দলই ধর্মকে প্রয়োজনীয় স্বার্থে ব্যবহার করে (কেউ জামায়াত কেউ খেলাফত মজলিসের সাথে জোট করে)
১৭. উভয়েই আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে অন্যকে অপমান করতে হয় এবং প্রতিহিংসা চরিতার্থ করতে হয়
১৮. দু দলই অপরের মতের প্রতি অধৈর্য ও অশ্রদ্ধা পোষণ করে
১৯. দু দলেরই বেশিরভাগ নেতাকর্মী সন্তাসী, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, টেন্ডারবাজ, ইভটিজার, অবৈধ জমি দখলবাজ ও দুর্নীতিপরায়ণ
২০. উভয়েই নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে, না দেশের জন্য না জনগণের জন্য
২১. মুক্তিযুদ্ধের চেতনা, মুজিবের সোনার বাংলা ও জিয়ার স্বপ্ন বাস্তবায়নের নামে দু দলই ধাপ্পাবাজি, ধান্দাবাজি ও ভাঁওতাবাজিতে লিপ্ত
২২ .দেশের বড় ধরণের কোন উন্নতি ও অগ্রগতি এই দু দল দেখাতে পারেনি এবং পারবেও না
২৩.  দেশের কোন উন্নতি, রাষ্টের কোন অগ্রগতি ও জনগণের কোন মঙ্গল ও কল্যাণ আওয়ামী লীগ ও বিএনপির দ্বারা সম্ভব নয়।
এর পরও কি তাদের নিষিদ্ধ হওয়া প্রয়োজন নয় ????????