শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আততিন

بِّسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالتِّينِ وَالزَّيْتُونِ
১) তীন ও যায়তুন,
﴿وَطُورِ سِينِينَ
২) সিনাই পর্বত
﴿وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ
৩) এবং এই নিরাপদ নগরীর (মক্কা) কসম৷
﴿لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
৪) আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয় ৷
﴿ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
৫) তারপর তাকে উল্টো ফিরিয়ে নীচতমদেরও নীচে পৌঁছিয়ে দিয়েছি
﴿إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
৬) তাদেরকে ছাড়া যারা ঈমান আনে ও সৎকাজ করতে থাকে৷ কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনদিন শেষ হবে না৷
﴿فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ
৭) কাজেই ( হে নবী !) এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে ?
﴿أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
৮) আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন