শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আত তারেক

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالسَّمَاءِ وَالطَّارِقِ
১) কসম আকাশের এবং রাতে আত্মপ্রকাশকারীর৷
﴿وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ﴾
২) তুমি কি জানো ঐ রাতে আত্মপ্রকাশকারী কি ?
﴿النَّجْمُ الثَّاقِبُ﴾
৩) উজ্জ্বল তারকা ৷
﴿إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ﴾
৪) এমন কোন প্রাণ নেই যার ওপর কোন হেফাজতকারী নেই৷
﴿فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ﴾
৫) কাজেই মানুষ একবার এটাই দেখে নিক কী জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে !
﴿خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ﴾
৬) তাকে সৃষ্টি করা হেয়ছে প্রবলবেগে নিঃসৃত পানি থেকে ,
﴿يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ﴾
৭) যা পিঠ ও বুকের হাড়ের মাঝখান দিয়ে বের হয়৷
﴿إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ﴾
৮) নিশ্চিতভাবেই তিনি ( স্রষ্টা ) তাকে দ্বিতীয় বার সৃষ্টি করার ক্ষমতা রাখেন৷
﴿يَوْمَ تُبْلَى السَّرَائِرُ﴾
৯) যেদিন গোপন রহস্যের যাচাই বাছাই হবে ,
﴿فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ﴾
১০) সেদিন মানুষের নিজের কোন শক্তি থাকবে না এবং কেউ তার সাহায্যকারী ও হবে না৷
﴿وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ﴾
১১) কসম বৃষ্টি বর্ষণকারী আকাশের
﴿وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ﴾
১২) এবং ( উদ্ভিদ জন্মাবার সময় ) ফেটে যাওয়া যমীনের ,
﴿إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ﴾
১৩) এটি মাপাজোকা মীমাংসাকারী কথা ,
﴿وَمَا هُوَ بِالْهَزْلِ﴾
১৪) হাসি ঠাট্টা নয়৷
﴿إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا﴾
১৫) এরা কিছু চক্রান্ত করছে
﴿وَأَكِيدُ كَيْدًا﴾
১৬) এবং আমিও একটি কৌশল করছি৷
﴿فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا﴾
১৭) কাজেই ছেড়ে দাও , হে নবী ! এ কাফেরদেরকে সামান্য কিছুক্ষণের জন্য এদের অবস্থার ওপর ছেড়ে দাও ৷ ১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন