শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আল কাদর

بِّسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
১) আমি এ (কুরআন )নাযিল করেছি কদরের রাতে ৷
﴿وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
২) তুমি কি জানো ,কদরের রাত কি ?
﴿لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
৩) কদরের রাত হাজার মাসের চাইতেও বেশী ভালো ৷
﴿تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
৪) ফেরেশতারা ও রূহ  এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাযিল হয়৷
﴿سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ﴾
৫) এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন