শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আল আলা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
১) ( হে নবী ) তোমার সুমহান রবের নামরে তাসবীহ পাঠ করো৷
﴿الَّذِي خَلَقَ فَسَوَّىٰ﴾
২) যিনি সৃষ্টি করেছেন এবং সমতা কায়েম করেছেন৷
﴿وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ﴾
৩) যিনি তাকদীর গড়েছেন তারপর পথ দেখিয়েছেন৷
﴿وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ﴾
৪) যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন৷
﴿فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ﴾
৫) তারপর তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন৷
﴿سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ﴾
৬) আমি তোমাকে পড়িয়ে দেবো , তারপর তুমি আর ভুলবে না৷
﴿إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ﴾
৭) তবে আল্লাহ যা চান তা ছাড়া ৷ তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু গোপন আছে তাও৷
﴿وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ﴾
৮) আর আমি তোমাকে সহজ পথের সুযোগ সুবিধা দিচ্ছি৷
﴿فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ﴾
৯) কাজেই তুমি উপদেশ দাও , যদি উপদেশ উপকারী হয়১০
﴿سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ﴾
১০) যে ভয় করে সে উপদেশ গ্রহণ করে নেবে৷১১
﴿وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى﴾
১১) আর তার প্রতি অবহেলা করবে নিতান্ত দুর্ভাগাই ,
﴿الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ﴾
১২) যে বৃহৎ আগুনে প্রবেশ করবে ,
﴿ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ﴾
১৩) তারপর সেখানে মরবেও না, বাঁচবেও না ৷১২
﴿قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ﴾
১৪) সে সফলকাম হয়েছে , যে পবিত্রতা অবলম্বন করেছে ১৩
﴿وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ﴾
১৫) এবং নিজের রবের নাম স্মরণ করেছে ১৪ তারপর নামায পড়েছে ৷ ১৫
﴿بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا﴾
১৬) কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো৷১৬
﴿وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ﴾
১৭) অথচ আখেরাত উৎকৃষ্ট ও স্থায়ী৷১৭
﴿إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ﴾
১৮) পূর্বে অবতীর্ণ সহীফাগুলোয় একথাই বলা হয়েছিল ,
﴿صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ﴾
১৯) ইবরাহীম ও মূসার সহীফায়৷১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন