শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

আল আদিয়াত

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالْعَادِيَاتِ ضَبْحًا
১) কসম সেই (ঘোড়া ) গুলোর যারা হ্রেষারব সহকারে দৌড়ায়৷

﴿فَالْمُورِيَاتِ قَدْحًا
২) তারপর (খুরের আঘাতে) আগুনের ফুলকি ঝরায়৷

﴿فَالْمُغِيرَاتِ صُبْحًا
৩) তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে৷

﴿فَأَثَرْنَ بِهِ نَقْعًا
৪) তারপর এ সময় ধূলা উড়ায়

﴿فَوَسَطْنَ بِهِ جَمْعًا
৫) এবং এ অবস্থায় কোন জনপদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে৷

﴿إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
৬) আসলে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ৷

﴿وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
৭) আর সে নিজেরই এর সাক্ষী৷

﴿وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
৮) অবশ্য সে ধন দৌলতের মোহে খুব বেশী মত্ত৷

﴿أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
৯) তবে কি সে সেই সময়ের কথা জানে না  যখন কবরের মধ্যে যা কিছু ( দাফন করা ) আছে সেসব বের করে আনা হবে

﴿وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
১০) এবং বুকের মধ্যে যা কিছু ( লুকানো ) আছে সব বের করে এনে যাচাই করা হবে ?

﴿إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
১১) অবশ্য সেদিন তাদের রব তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবেন৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন