শনিবার, ৭ জুলাই, ২০১২

আমার শুধু ইচ্ছে করে

আমার শুধু ইচ্ছে করে 
এদিক সেদিক ঘুরতে, 
পাখির মত ডানা মেলে 
আকাশেতে উড়তে। 




আমার শুধু ইচ্ছে করে 
প্রজাপতি ধরতে, 
প্রজাপতির সাথি হয়ে 
ফুলে ফুলে ঘুরতে। 




আমার শুধু ইচ্ছে করে
 
চাঁদের মত হাসতে, 
পাখির মত কিচির-মিচির 
মধুর কথা বলতে। 




আমার শুধু ইচ্ছে করে 
কোকিল কন্ঠে গাইতে, 
ফুল-পরিদের সাথি হয়ে 
তাদের মত নাচতে। 

আমার শুধু ইচ্ছে করে 
তারার মত জ্বলতে, 
বায়ুর মত হেলে দুলে 
এদিক সেদিক বইতে। 




আমার শুধু ইচ্ছে করে 
নদীর মত চলতে, 
নদীর মত এঁকে বেঁকে 
দেশ-বিদেশে ঘুরতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন