বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

ঘৃণা করি ঢাকা তোমায় তবু ভালো না বেসে পারি না- নিমু মাহবুব

ঢাকার রাস্তায় রিক্সার ক্রিং ক্রিং শব্দ
যেন হারিয়ে যাওয়া প্রেমিকার পায়ের নূপুরের নিক্বণ।
কর্ণ কুহরে মর্মরে বাজে সেই শব্দহীন সুর,
বিকেলে রমনা পার্কের আকাশ যেন সোনায় মোড়ানো
নয়নমোহন এক টাইটানিকের পাটাতন।

এখানে কি এক আজব বৃত্তি
ছোট বড় সব চাকাদের সমান গতি
দুপুরের যানজটে ক্লান্ত মুসাফির অজান্তে ঘুরে আসে কাবিতার রাজধানী।
ধানমন্ডী লেকের পাড়ের নির্মল বায়ু বিলীন হয়ে যায়
রাস্তার পাশে স্তুপিত আবর্জনার জঘন্য দুর্গন্ধে।

সংসদ ভবন এলাকার অচেনা গাছের ছায়ায়
বিবাগীর পাশে বসে কল্পনার স্বর্গ রাজ্যে বিচরণ,
আহা! কি মধুর সে কল্পনা!

বুড়িগঙ্গার পানির মতই কালো ঢাকার মানুষে মন,
এক বিন্দু মমতা-সহানুভূতীর স্থান নেই কোন বাঁকে।

রাতের ঢাকা যেন গহীন অন্ধকার আমাজান বনে
কোটি কোটি জোনাকীর আনন্দ মিছিল,
আহা! কত সুন্দর এ অন্ধকার!

ঢাকায় কি এসব বিল্ডিং নাকি মৌমাছিদের বাসা?

প্রত্যহ আইনি-বেআইনি অস্ত্রে অগণিত দু'পেয়ের রক্তে রঞ্জিত ঢাকার মাটি

এরই মাঝে কেউ কেউ সাপুড়ের মেয়ে বিলাসির মত
তিলে তিলে জয় করে মৃত্যুঞ্জয়ের হৃদয়।
ঘৃণা করি ঢাকা তোমায় তবু ভালো না বেসে পারি না........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন