বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

খাঁচার ভিতর স্বৈরাচার

পালাইছে বেন আলী
খাঁচার ভিতর মোবারক,
স্বৈরাচারী তারা ছিল
আরো ছিল প্রতারক।

কম ছিলনা প্রতিপত্তি
কম ছিলনা ক্ষমতা,
আজকে দেখুন তাদের তরে
একফোটা নেই মমতা।

লিবিয়াতে যাচ্ছে দেখা
মুয়াম্মারের দিন শেষ,
ইয়েমেনে সালেহ করছে
বাচাঁর জন্যে হাপিত্যাশ।

রক্তচুষে নিল তারা
‌ছা পোষা সব মানুষের,
হিসাব এবার দিতে হবে
সুদ এবং আসলের।

দাদাদের করছে খুশি
রং হেডেড হাছিনা
ধুতির তলে আশ্রয়টা
সব সময়তো থাকবেনা।

দিনে দিনে হচ্ছে বড়
অপকর্মের লিস্ট,
সামান্য তার করছে প্রকাশ
বিনদেশী ইকনোমিস্ট।

দিকে দিকে যাচ্ছে দেখা
স্বৈরাচারীর অবসান,
বাংলাদেশে বাজবে কবে
বিপ্লবীদের জয়গান?

দিলটা যখন উঠবে জেগে
বিপ্লবী সব মানুষের,
হিসাব তখন দিতে হবে
সুদ এবং আসলের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন