বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

ঝিলিক দিয়ে উঠুক রবির কিরণ আমাদেরই তাজা খুনে

আস্ত এক ব্ল্যাক হোলে পতিত আজ,
যেথায় শুধু আনাগোনা করে অন্দকারের মৌসম
দশদিকে শুধু অযাচিত মিলে অমানিশা,
নিউটনের মধ্যাকর্ষণ শক্তি সেথায় পৌঁছিতে অক্ষম।

হায়! কে দিবে পরিত্রাণ মোদের
সবাই যে অন্দকার- গহীন আমাজানে
আর ডাকিব কারে,
দিশারিরাই যবে ইশারা করছে তমিস্র পানে

মীরজাফররাই এখানে
দিবকরের চেয়ে শুভ্র-সমুজ্জল
সিরাজদৌলার বাহিনী ছুটে চলছে উদ্দেশ্যহীন
যেন গ্রহ-গ্রহানুপুঞ্জ অবল।

নিকাল! নিকাল! দূর হও,
ওরে বন্ধুরূপি শয়তান,
খুন আছে এখনো শিরায়,
মাথায় ভাঙ্গিয়া পড়েনি আসমান।

হয়তো আপন অলোয় ভাসবো মোরা
নাহয় অন্ধকারেই হবো নিঃশেষ,
অযাচিত আলোয় দেখিব রাস্তা??
মোরা নাহি পরেছি শশীবেশ।

চল, গড়ে তুলি মোরা আমাদেরই বাসরঘর
এই দুর্গম অন্দকারের অরণ্যে।
নাহয় ঝিলিক দিয়ে উঠুক রবির কিরণ
আমাদেরই তাজা খুনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন