মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

বাংলাকে আজ করবো স্বাধীন বাকশালীদের থেকে

হায়নারা আজ বারে বারে
দিচ্ছে কেবল হানা
হাত-পা তাদের ভাংতে হবে
ভাংতে হবে ডানা।


ওরে ধৈর্য্য কত ধরবো বল
এযে মাটির শরীর
দেয়ালে আজ পিঠ ঠেকেছে
ধরতে হবে মুগির।


বাংলাকে আজ করব স্বাধীন
 বাকশালীদের থেকে
যাকনা তাতে তাজা রক্ত
মোদের বক্ষ থেকে।

হামলা -মামলা নির্যাতন আর
সইবোনা আর সইবোনা
দুঃখের বোঝা ঘাড়ের উপর
বইবনা আর বইবনা।

প্রতিবাদে কাজ হবেনা
এবার প্রতিশোধ
ধরব তোদের টুঁটি চেপে
করব অবরোধ।

এতদিন মার খেয়েছি
এবার তোদের পালা
আমরা নইরে বিড়াল শৃগাল
বুঝবি ওরে শালা।

ওরে ওহুদ মোদের শিক্ষা
আর বদর প্রেরণা
মরলে শহীদ বাঁচলে গাজী
কিসের ভাবনা।

বুক পেতে আজ দিচ্ছি ওরে
কররে গুলি কর
আমরা হব সিরাজদৌলা
তোরা মীরজাফর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন