পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

আমি হয়তো আর মানুষ নই -নিমু মাহবুব


আমি হয়তো আর মানুষ নই 
হুম! আমি হয়তো আর মানুষ নই
আমার কাছে সত্য আর মিথ্যার ফারাক কই
হুম! আমি হয়তো আর মানুষ নই   ।

জালিমের জুলুম দেখে আমি চুপ রই
হুম! আমি হয়তো আর মানুষ নই।
 
নরকের কীটরা পৃথিবী ঘোরায় ছন্দ লই
হুম! আমি হয়তো আর মানুষ নই।

অন্ধকারের সিঁড়ি খুঁজি ফেলে রেখে আলোর মই
হুম! আমি হয়তো আর মানুষ নই।
 
বিবেকের বিচার বিসর্জনে আনন্দিত হই
হুম! আমি হয়তো আর মানুষ নই

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

ইশা খাঁর বাড়িতে একদিন।

ঈসাখাঁ জামি মসজিদ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

ঈসাখাঁর দুর্গ।

ঈসাখাঁ স্মৃতি জাদুঘর ও পাঠাগার।

পাশ থেকে ঈসাখাঁর দুর্গ।

ঈসাখাঁর দুর্গ সংলগ্ন উচ্চ বিদ্যালয়।

ঈসাখাঁর দুর্গে টাঙ্গানো সরকারি বিজ্ঞপ্তি।


ঈসাখাঁর মসজিদ ও দুর্গ।







ঈসাখাঁ পাঠাগারের করুন অবস্থা।




পুকুরের পূর্ব পাশ থেকে ঈসাখাঁ মসজিদ।

সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

মুনাজাত- নিমু মাহবুব


দাও ওখাদা দাও আমায় বারেক
দৃঢ় মনোবল,
তোমার উপর রাখি যেন
ঈমান অবিচল।

চলি যেন অনুক্ষণে
মেনে আল কোরআন,
সদা যেন পুষি মনে
হাদিসের ফরমান।

জীবন তরী চলে যেন
সিরাত মুস্তাকিমে,
হৃদয় যেন পূর্ণ থাকে
আল্লাহ নবীর প্রেমে।